ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ স্থায়ী মিশন।

বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে দিবসটি উদযাপন করা হয়।



দিবসটি উপলক্ষ্যে কেক কাটেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

এ অনুষ্ঠানে মিশনের কূটনীতিক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

আব্দুল মোমেন তার বক্তব্যে বরেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু জাতিসংঘের সদস্য পদ লাভে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেন। ফলে মাত্র আড়াই বছরে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগ দেয়। যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ঘটনা।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ