ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে জানতে চান মার্কিন কংগ্রেসম্যান

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে জানতে চান মার্কিন কংগ্রেসম্যান

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র কংগ্রেসের এশিয়া প্যাসিফিক উপ-কমিটির সভাপতি ও রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে জানতে চেয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন স্টিভ শ্যাবটের সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ বিষয়ে জানতে চান বলে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।



স্টিভ শ্যাবটের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, ‘ট্রাইব্যুনালের মাধ্যমে বিগত চার দশকেরও বেশি সময় ধরে বিচারবঞ্চিত মানুষ ন্যায়বিচার ফিরে পাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ’

এ ব্যাপারে রাষ্ট্রদূত আরো বলেন, ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলেও দেশের সর্বোচ্চ আদালত ‘সুপ্রিম কোর্টে’ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে; যা বিশ্বের অন্যান্য অনুরূপ ট্রাইবুন্যালের ক্ষেত্রে অনুপস্থিত।  

বিগত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসম্যানকে জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির বিজয় হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর।

তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার উগ্রবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে ধারাবাহিকভাবে সমর্থন ও সাহায্য করে যাচ্ছে।

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের ধারাবাহিক সম্পৃক্ততা ও সাহায্যের প্রশংসা করেন।

এছাড়াও রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও কংগ্রেসম্যান স্টিভ শ্যাবটের মধ্যে দারিদ্র্য বিমোচন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো  হয়েছে।

দূতাবাস বাংলানিউজকে আরো জানায়, স্টিভ শ্যাবট এ সময় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ এবং বাংলাদেশের বিষয়ে তার গভীর আগ্রহ ব্যক্ত করেছেন। তিনি দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক  সংযোগেরও প্রশংসা করেন।

কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তার কার্যকালীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়েই অভিযোগ করে আসছেন, যুদ্ধাপরাধীদের সমর্থকরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি বন্ধের বিষয়টি নিশ্চিত করতে মার্কিন প্রশাসনে জোর লবিং চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ