ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইর্য়কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
নিউইর্য়কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন পররাষ্ট্রমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিউইর্য়কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান।



কনস্যুলার সেবা প্রদানে বর্তমান সরকারের গৃহীত ‘ডিজিটালাইজেশন’ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থা দ্রুততর সেবা প্রদানে নতুন মাত্রা যোগ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী।

পরিদর্শনকালে কনসাল জেনারেল শামীম আহসান পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংক্ষেপে কনস্যুলেটের কার্যক্রম তুলে ধরেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। পরে কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

এছাড়া কনস্যুলার সেবা নিতে অপেক্ষমাণ প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্ত্রী শাহীন আলী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, উপ-স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ