ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্ক: নিউইয়র্কে পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি ‍অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় শনিবার ভোরে তিনি নিউইয়র্কে পৌঁছান।



‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ এর অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিউইয়র্কে এসেছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে।

সূত্র জানায়, তিনি তিনদিন তার মেয়ে মনিকার সঙ্গে একান্তে কাটাবেন।

‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ এর  অনুষ্ঠান থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ  সফরের সঙ্গে কাকতালীয়ভাবে ড. ইউনূসের সফরকে সরকার পক্ষের অনেকেই বাঁকা চোখে দেখছেন।

 ড. ইউনূস ওয়াশিংটন সফর করবেন বলে স‍ূত্রটি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ