ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

প্রধানমন্ত্রীর ভাষণ

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন

মাহমুদ মেনন ও শিহাবউদ্দীন কিসলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে: আবারও বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।



বাংলাদেশের তাৎপর্যপূর্ণ প্রস্তাবের প্রেক্ষিতেই ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্বনেতাদের জানান, মানবজাতির ৬ হাজার ৫০০ মাতৃভাষা সংরক্ষণের জন্য তার সরকার ঢাকায় একমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন করেছে।

এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি এই মহান অধিবেশনের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ এবার জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছরপূর্তি উদযাপন করছে জানিয়ে শেখ হাসিনা এ বিশেষ মুহূর্তে জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জাতিসংঘ সাধারণ অধিবেশনে পরবর্তী প্রজন্মের প্রতি রাখা আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি বিশ্ব গড়ে তুলি, যা দারিদ্র্য, ক্ষুধা, যুদ্ধ এবং মানবিক দুঃখ-দুর্দশা নির্মূল করতে পারে এবং মানুষের কল্যাণের জন্য বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

** সন্ত্রাসবাদ-চরমপন্থা বিশ্বশান্তির প্রধান অন্তরায়
** জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে সহায়তা দাবি
** উন্নত দেশের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান হাসিনা
** টেকসই উন্নয়নের অর্থ নারীর ক্ষমতায়ন
** ২০২১ সালেই প্রযুক্তিনির্ভর মধ্যম-আয়ের বাংলাদেশ
** প্রধানমন্ত্রীর প্রশংসায় বান কি মুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ