ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

শাহ মিজানের স্ত্রীর মৃত্যুতে নিউইয়র্ক আ.লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
শাহ মিজানের স্ত্রীর মৃত্যুতে নিউইয়র্ক আ.লীগের শোক

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহ মিজানের স্ত্রী হাসিনা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন নিউইয়র্ক ‍আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল।



তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শাহ মিজান ও তার তিন সন্তানসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে নিজ বাসায় আকস্মিক মৃত্যুবরণ করেন হাসিনা রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর ওজোন পার্কের মসজিদ আল-আমানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ