ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

লস এ্যাঞ্জেলেসে বাঙালিদের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
লস এ্যাঞ্জেলেসে বাঙালিদের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: লস এ্যাঞ্জেলেস উত্তর আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত একটি জনপদ। এখানে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস।

এখানকার একটি এলাকা ‘লিটল বাংলাদেশ’ নামেই সবার কাছে পরিচিত। কারণ লিটল বাংলাদেশের সাইন সকল দেশের মানুষই দেখতে পান। রাস্তায় শোভা পাচ্ছে সেই সাইনটি। সেই লিটল বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ডস ক্লাব অব লস এ্যাঞ্জেলেস।

২০০৪ সালের আগস্ট মাসে কয়েকজন বাংলাদেশি বন্ধু মিলে তৈরি করেন ‘প্রবাসী ফ্রেন্ডস ক্লাব’। এর কর্মকাণ্ড এবং পরিধি বাড়লে নাম পরিবর্তন করে রাখা হয়, ‘ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালি’ এবং সর্বশেষ ‘ফ্রেন্ডস ক্লাব অব লস এ্যাঞ্জেলেস’। সংগঠনটি শুরুর পর থেকেই প্রতিবছর নানা কর্মকাণ্ডের আয়োজনও করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ‘লিটল বাংলাদেশ’ এলাকার ভার্জিল জুনিয়র হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় ১১তম এওয়ার্ড বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।

মৌসুমী দত্ত ও ফারহানা সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফেরদৌস খান। এছাড়াও বিভিন্ন অংশ পরিচালনা করেন সংগঠনের গভর্নিং বডির চেয়ারম্যান এম কে জামান এবং মেম্বার সেক্রেটারি শফিউল আলম (ফ্রেন্ড বাবু)।

অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড এবং লস এ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটির সার্টিফিকেট অব রিকগনিশন তুলে দেওয়া হয় বাংলাদেশের সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফীন টুটুল, বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ইবনে মিজান এবং সাবেক এ্যাথলেট ও ঠিকানা গ্রুপের প্রেসিডেন্ট সাঈদ-উর-রব ও সিওও মনির আলী খানকে।

এওয়ার্ড দেওয়ার কথা ছিলো বাংলাদেশের সাবেক অলিম্পিয়ান এবং দ্রুততম মানব সাঈদুর রহমান ডনকে কিন্তু তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। এছাড়াও লস এ্যাঞ্জেলেস সিটির মেয়রের সার্টিফিকেট অব রিকগনিশন তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয় বাংলাদেশের সাবেক জাতীয় এবং আন্তর্জাতিক কুস্তিগীর ফারুক আহমেদ, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার আব্দুস সালাম, বাংলাদেশের সাবেক জাতীয় জুডোকার হালিমা আহমদকে।

অন্যদিকে বাংলাদেশ থেকে আগত দক্ষিণ এশিয়া ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রেসিডেন্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থার ক্রীড়া সম্পাদক সৈয়দ মোহাম্মদ মামুন, কম্যুনিটিতে অবদানের জন্য মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে ম্যান অব দা ইয়ার, ক্রিকেটার নাজিম সিরাজি, দস্তগীর নেওয়াজ ও সৈয়দ এম হোসাইন বাবুকে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।

অন্যদিকে বাস্কেটবল, দাবা (পুরুষ-মহিলা), ব্যাডমিন্টন (একক এবং ডাবল), টেবিল টেনিস (একক এবং ডাবল) এবং টি-টুয়ান্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের  হাতে পুরস্কার এবং অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান সালিক সোবহান, সদস্য শিপার চৌধুরী, ইভেন্ট কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ হামিদ খোকন, গভর্নিং বডির চেয়ারম্যান এম কে জামান, মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু (ফ্রেন্ডস বাবু), সদস্য মোবারক হোসেন, খালেদ নূর, প্রেসিডেন্ট ফেরদৌস খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট এ তাহের টুনু, জেনারেল সেক্রেটারি মোহাম্মেদ হিলটন, কালচারাল সেক্রেটারি শাহীন রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ, কোষাধ্যক্ষ হাফিজ সোবহান, মিসেস স্বপ্না মিলু, সায়েদুল হক সেন্টু, মোহাম্মদ আলী, ইলিয়াস টাইগার, সাংবাদিক কাজী মাশহুরুল হুদা, সাংবাদিক জাহান হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শফিউল আরেফীন টুটুল বলেন, আয়োজকরা প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের আমাদের শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শেকড়ের সন্ধান দিচ্ছেন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসের সেতুবন্ধ তৈরি করছেন। দেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাস না জানা থাকলে উন্নতি করা সম্ভব নয়।

প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স ২২ মিলিয়ন ডলার উল্লেখ করে তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে সাঈদ-উর-রব বলেন, আমরা যেখানেই থাকি না কেন দেশের সংস্কৃতিকে কেউ ভুলে থাকতে পারি না। প্রবাসে বাঙালিরা প্রতিনিয়ত মাতৃভূমিকে অনুভব করে বলেই তারা নানা কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে থাকেন।

পুরস্কার বিতরণী শেষে সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী প্রায় দুই ঘণ্টা গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামান্থা নুরের ইংলিশ গান দর্শকনন্দিত হয়। যন্ত্রে সহযোগিতা করেন ঢাকা থেকে আগত তানভীর দাউদ রনি, সুইডেন থেকে আল-আমিন বাবু, স্থানীয় রাহুল ভট্টাচার্য্য, জ্যোতি ঋষিসহ অনেকে।

অডিটোরিয়াম প্রাঙ্গণে বিদ্যা প্রকাশের একটি বইয়ের স্টল, আলাদীনের খাবার স্টলসহ কয়েকটি স্টল ছিল।

অনুষ্ঠান উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেসের অষ্টম বার্ষিক সংকলন ‘উচ্ছাস’ প্রকাশিত হয়। সংকলনটি সম্পাদনা করেন মিডিয়া ব্যক্তিত্ব ও একুশ নিউজ মিডিয়ার প্রকাশক ও সম্পাদক জাহান হাসান। (বিজ্ঞপ্তি)

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ