ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন রোববার

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির  নির্বাচন রোববার

নিউইয়র্ক: প্রবাসে বাংলাদেশিদের প্রধান সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের দ্বি-বার্ষিক নির্বাচন স্থানীয় সময় বোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

আর এ নির্বাচনকে  ঘিরে কমিউনিটিতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কামাল-সানি ও কুনু-রহীম দুটি প্যানেল।

সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে মোট ৩৮জন প্রার্থী  নির্বাচন করছেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের গুলশান টেরেস ও ব্রুকলীনের চার্চ ম্যাকডেনাল্ডের ভোট কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই প্যানেলের ৩৮টি মনোনয়নপত্র ফি বাবদ নির্বাচন কমিশনের আয় হয়েছে ৬৬ হাজার ডলার । আর শুধু মনোনয়নপত্রের প্যাকেজ বিক্রি করে আয় হয়েছে ১০ হাজার ৫০০ ডলার।

সোসাইটির ৫ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হক। সদস্যরা হলেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ এ হাকিম মিয়া ও আজমল আলী ।

কামাল-সানি প্যানেলে সভাপতি পদে কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি- সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ-সাধারণ সম্পাদক আহবার এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক কাজী ওয়াহিদ এলিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী এবং কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, শাহ মিজানুর রহমান, এয়াকুত রহমান, নাসির উদ্দিন আহমেদ, শেখ ফারুকুল ইসলাম ও নাদির এ আইয়ুব।

কুনু-রহীম প্যানেলে রয়েছেন, সভাপতি আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এ হোসাইন বিপ্লব, সাহিত্য সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মিয়া মোশাররফ, ক্রীড়া সম্পাদক প্রফেসর ওয়াজি উল্যাহ এবং কার্যকরী সদস্য আবুল কে চৌধুরী, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, আকবর চৌধুরী, এমডি তুহীন আলী, সাইফুল ইসলাম ও মোহাম্মদ এস হক জামান।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ