ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ছাত্রলীগের ওয়াশিংটন ডিসি শাখার সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ছাত্রলীগের ওয়াশিংটন ডিসি শাখার সম্মেলন

নিউইয়র্ক: বার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ওয়াশিংটন ডিসি শাখা। ওয়াশিংটন, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেডএ জয়।



সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং  ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ডঃ শাজাহান মাহামুদ।

গত রোববার ৯ নভেম্বর মেরিল্যান্ড রাজ্যের তাবীর রেস্তোরায় অনুষ্ঠিত এ সম্মেলনের প্রস্তাব অনুযায়ী শিগগিরই নতুন নেতৃত্ব’র নাম ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়।
 
সম্মেলনে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাদুন নবী বাকী,  মেরিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম , ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন মাহামুদ, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিথু, বিশ্বজিত কুমার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি হেলাল মিয়া, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, নিউইয়র্ক রাজ্যের সভাপতি আল আমিন আকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ