ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

স্বাভাবিক জীবনে ইবোলা আক্রান্ত ক্রেইগ স্পেন্সার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
স্বাভাবিক জীবনে ইবোলা আক্রান্ত ক্রেইগ স্পেন্সার ছবি: সংগৃহীত

নিউইয়র্ক: সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন ইবোলা আক্রান্ত ক্রেইগ স্পেন্সার। নিউইয়র্কে তিনিই প্রথম ইবোলা আক্রান্ত রোগী ছিলেন।



তবে ঘরে ফেরার আগে মেয়র বিল ডি ব্লাজিওসহ তার চিকিৎসায় সম্পৃক্ত একশ কর্মী ও ২৫ জন নার্সের সঙ্গে কোলাকুলি করতে হয়েছে তাকে।

এদিকে, সুস্থ হয়ে ফেরায় ব্যাপক আয়োজনে ক্রেইগ স্পেন্সারকে বরণ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও।

ইবোলা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য অভিবাদন জানিয়ে মেয়র ব্লাজিও  নিজে তার সঙ্গে  কোলাকুলি করেন।

এ সময় মেয়র ব্লাজিও নিউইয়র্কবাসীকে আশ্বস্ত করে বলেন, নিউইয়র্কবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। ইবোলা এখন আর আতঙ্ক নয়।

অনুষ্ঠানে দীর্ঘ ১৯ দিন সাধারণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসা নেওয়ার পর  সুস্থ হয়ে ওঠা পেশায় চিকিৎসক ক্রেইগ স্পেন্সার বলেন, আমি আজ সুস্থ একজন মানুষ।
 
ডা. স্পেন্সার গিনিতে ‘ডক্টরস উইদাউট বর্ডার’ এর চিকিৎসকদের সঙ্গে ইবোলা রোগীদের চিকিৎসা দিয়েছেন। ১২ অক্টোবর তার দায়িত্ব শেষে তিনি ১৪ অক্টোবর গিনি থেকে ইউরোপ হয়ে ১৭ অক্টোবর নিউইয়র্ক পৌঁছান।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ