ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

খালেদার কার্যালয়ে মাটির ট্রাক

নিউইয়র্কে স্টেট বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
নিউইয়র্কে স্টেট বিএনপির বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মাটি-বালুর ট্রাক রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি।

রোববার (১১ জানুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘খাবার বাড়ী রেস্টুরেন্ট’-এর সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগেরও দাবি তোলেন।

বিএনপির অব্যাহত অবরোধ কর্মসূচির সমর্থনে তারা বলেন, লন্ডন থেকে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশানুযায়ী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

তারা বলেন, বাকশালের প্রেতাত্মা বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে। এ সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

ক্ষমতাসীনদের হুঁসিয়ার করে তারা বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বিএনপি নামের তালিকা তৈরি করছে।    

বিক্ষোভে আরো বক্তব্য রাখেন- স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ দলীয় নেতা জসিম উদ্দীন ভুঁইয়া, সাখাওয়াত হোসেন আযম, গোলাম ফারুক শাহীন, জীবন শফিসহ প্রমুখ।

বাংলাদেশসময়: ১১২৫, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ