ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র মিশিগান যুবলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
যুক্তরাষ্ট্র মিশিগান যুবলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী যুবলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় স্থানীয় কাবাব হাউজে মিশিগান আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, মিশিগান আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সৈয়দ সালেক আহমদ। এছাড়া, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও যুগ্ন সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- মিশিগান আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চাঁন, সাধারণ সম্পাদক মো. এ মোত্তালিব আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম আহমেদ, নুরুল আমিন মানিক, বাবুল আহমেদ বাচ্চু, খাজা শাহবুদ্দিন, মাহবুব রাব্বি খাঁন, মাহবুবুর রহমান, ফরহাদ আহমেদ গুলজার, সুলতান শরিফ, আরিফুল আলম, মো. শাহরিয়ার কবির, রুম্মান আহমদ স্বাগত, আওলাদ আহমেদ মামুন, তারেক আহমদ, তানিম আহমদ, মো. সাইফুর রহমান প্রমুখ।

সভায় বক্তরা অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি বাংলার মাটি থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে প্রবাস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া ও যে কোনো প্রয়োজনে মিশিগান আওয়ামী যুবলীগ সবর্দা প্রস্তুত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ