ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

‘একাত্তর ও টোয়েন্টিফোর কথিত অমিত শাহ’র কণ্ঠ প্রচার করেছে’

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
‘একাত্তর ও টোয়েন্টিফোর কথিত অমিত শাহ’র কণ্ঠ প্রচার করেছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: একাত্তর ও চ্যানেল টোয়েন্টিফোর তথাকথিত অমিত শাহ’র কণ্ঠ প্রচার করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফুড কোর্ট রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন।



খোকা বলেন,  একাত্তর ও চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনে অমিত শাহ’র যে কথিত কণ্ঠ প্রচার করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এটা সত্য হলে বিজেপি থেকেই লিখিতভাবে জানানো হতো।  

বাংলানিউজের এক প্রশ্নের জবাবে খোকা বলেন, ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে এবং খালেদা জিয়া আমাকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

ঢাকায় দলীয় অফিস তালাবদ্ধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হচ্ছে না বলেই বিষয়টি সংবাদ মাধ্যমে জানাতে ঢাকা থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ