ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

তাজ-প্রমির নিউইয়র্কে সঙ্গীত সন্ধ্যা ১৬ আগস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
তাজ-প্রমির নিউইয়র্কে সঙ্গীত সন্ধ্যা ১৬ আগস্ট

ঢাকা: নিউইয়র্ক প্রবাসী দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী রায়ান তাজ ও প্রমিতা খান প্রমি প্রথমবারের মতো ডুয়েট অ্যালবাম বের করতে যাচ্ছেন।

এ উপলক্ষে তাদের প্রকাশিতব্য অ্যালবাম ‘প্রিয়তা’ থেকে বাছাই করা গান নিয়ে তাদের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।



আগামী ১৬ আগস্ট (রোববার) এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসের এ সঙ্গীত সন্ধ্যায় তাজ ও প্রমি মোট ২০টি সঙ্গীত পরিবেশন করবেন। টিজে সাউন্ডস অ্যালবামটি বাজারে আনছে।

সোমবার (২৭ জুলাই) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়।  

মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন- নিউইয়র্ক সফররত বাংলাদেশের বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, ‘প্রিয়তা’ অ্যালবামের গীতিকার সৈয়দ আহমদ জুয়েদ এবং সঙ্গীতশিল্পী রায়ান তাজ ও প্রমিতা খান প্রমি।

অ্যালবামটির মিউজিক কম্পোজার নিউইয়র্কের নয়েজ বক্স-এর কর্ণধার পাইমান।

আয়োজকরা জানান, সঙ্গীত সন্ধ্যাটি সফল করতে জোরেসোরে প্রস্তুতি চলছে।

তাজ ও প্রমির এ সঙ্গীত সন্ধ্যায় কোরিওগ্রাফি করবেন নিউইয়র্কের জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল ফারজানা ইয়াসমীন প্রীতি, বিশাল বারভূঁইয়া ও রওশন স্মৃতি।

পোশাক ডিজাইন করছেন- হিলসাইড ভাসাবি’র কর্ণধার, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। আর উপস্থাপনায় থাকবেন আশরাফুল হাসান বুলবুল ও সাদিয়া খন্দকার।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ