ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিইউয়র্কে টাঙ্গাইল সমিতির বার্ষিক বনভোজন

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
নিইউয়র্কে টাঙ্গাইল সমিতির বার্ষিক বনভোজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইল জেলা সমিতির বার্ষিক বনভোজন।

গত ২৬ জুলাই রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ নয়নাভিরাম হেকশেয়ার স্টেট পার্কে দিনব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়।



সমিতির সভাপতি মিজানুর রহমান খান আপেল জানান, টাঙ্গাইলের প্রবাসীরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে এ আয়োজনে অংশ নেন।

বনভোজনের অনুষ্ঠানমালায় ছিলো- শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী দম্পতি তাজ-প্রমি। ছিল সামসুজ্জামান খানের গান।

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিচারক হিসাবে কাজী গোলাম মোস্তফা কিসলু, মোহাম্মদ রফিকুল ইসলাম, নজরুল ইসলাম খান স্বপন, সৈয়দ আজিজুল ইসলাম জাহাঙ্গীর, মোহাম্মদ ইউনূস আলী মাস্টার, মোহাম্মদ মোকাদ্দেস আলী, খন্দকার আতিকুজ্জামান টুটুল, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ আফজাল আলী খান, মনির চৌধুরী ও ইঞ্জিনিয়ার স্বপন দায়িত্ব পালন করেন।
 
টাঙ্গাইল জেলা সমিতির বনভোজন কমিটিতে ছিলেন- আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আব্দুস সালাম, হারুনুর রশীদ বাবলু, মোহাম্মদ শামসুজ্জামান খান, খন্দকার মাহবুব হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, কাউসার আহমেদ মন্টু, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আজাদ আলী খান প্রমুখ।
 
এছাড়া দেওয়ান আমিনুর রহমান, এনামুল ইসলাম খান তপন, সৈয়দ আজিজুল ইসলাম জাহাঙ্গীর, মোহাম্মদ ইউনূস (মাস্টার), আহমেদ সালাউদ্দিন উৎপল, ইকবাল আহমেদ, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ অহিদুল আলম বাবু, রামকৃষ্ণ সাহা অপু, নূর মোহাম্মদ মোস্তফা মিল্টন, নাসরীন আক্তার লাকী, মোহাম্মদ এস খান রাজেস, মোহাম্মদ মজিবর রহমান, মির্জা নূর এ আলম, মোহাম্মদ শামীম আল মামুন স্বপন, মোহাম্মদ আশরাফ ভ‍ূঁইয়া টনি, বদরুজ্জামান খান পিকলু, হারুন খান, সৈয়দ ইমরুল আলম শাহিদ, মোহাম্মদ হারুন অর রশীদ ও মোহাম্মদ জিল্লুর রহমান ও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ