ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

আটলান্টায় নচিকেতা নাইট ১৩ সেপ্টেম্বর

রুমী কবির, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আটলান্টায় নচিকেতা নাইট ১৩ সেপ্টেম্বর নচিকেতা

জর্জিয়া (যুক্তরাষ্ট্র): ১৩ সেপ্টেম্বর রোববার আটলান্টার বার্কমার হাইস্কুল মিলনায়তনে গাইতে যাচ্ছেন জীবনমুখী সংগীতের খ্যাতিমান শিল্পী নচিকেতা।

প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি ভারতীয় বাঙালি দর্শক-শ্রোতারাও উপভোগ করতে পারবেন।



আয়োজকদের পক্ষে হুমায়ুন কবির কাওসার বলেন, অনুষ্ঠান উপভোগের জন্য এরইমধ্যে টিকিট ছাড়া হয়ে গেছে। শেষ হওয়ার আগেই টিকিট সংগ্রহ করতে আগ্রহীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

দীর্ঘদিন পর আটলান্টায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।  

সংশ্লিষ্টরা জানান, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টায় অনুষ্ঠানে নচিকেতা গান গাইবেন। এতে ভিআইপি টিকিট ছাড়াও ২০ডলারের বিনিময়ে সাধারণ টিকিট পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত জানতে কাওসার (ফোন- ৬৭৮ ৫০৮ ৯০৭৫) সজল (ফোন-৪০৪ ৫৭৯ ৬০১৪), এমদাদ (ফোন-৪০৪ ৫১৪ ১৫৯৬) অথবা সুমনের (ফোন-৪০৪ ৪৯৭ ১৬৯৫) সঙ্গে যোগাযোগের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ