ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী পথমেলা

রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী পথমেলা

বিদেশ বিভূঁইয়ে যুক্তরাষ্ট্রের আরলিংটনের পথে ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী পথমেলা-২০১৫।

সম্প্রতি অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন।



আর বিশেষ অতিথি ছিলেন যশোরের সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলাম মনি।

অন্যদের মধ্যে আরলিংটন কাউন্টি বোর্ডের সদস্য লিব্বী গার্ভে, ইভেন্ট ম্যানেজার ল্যাসলি পেলজার, আরলিংটন কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের এসিপিডি লে. কেন ডেন্নিস, স্টেট ডিপার্টমেন্টের গিলবার্ট জি মর্টন, ভার্জিনিয়া স্টেট গভর্নর অফিসের কর্নধার জাকি বর্জিনিজি, আরলিংটন ডেমোক্রেট স্টিভ বেকার প্রমুখ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রিজিয়া পারভীন ও শফিক ঢোলক। আর স্থানীয় শিল্পীদের মধ্যে অসীম রানা, শাহীন, শাহ ফিরোজ, পুলে বালা, সানজিদা গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।

মিউজিশিয়ান সায়েমের মাটি গ্রুপ সাউন্ড সিস্টেমে একের পর এক মঞ্চে আসে বাংলাদেশ-আমেরিকান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, বর্ণমালা শিক্ষাঙ্গণ, মৃদঙ্গ, ইছামতি,  মাল্টিকালচারাল গ্রুপ, ওল্ড ডমিনিয়ন ক্লগারস, ফ্লোয়িং চাইনিজ লিলিস, মঙ্গোলিয়ান ড্যান্স, বলিভিয়ান ড্যান্স, মেক্সিকান ড্যান্স, সুরবাহার ইন্ডিয়ান গ্রুপ ও প্রিয়বাংলা পারফর্মিং গ্রুপ।

চৌকস ঘোষ ও ভয়েস অব আমেরিকার ফকির সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রিয়লাল কর্মকার, শিবলী সিরাজ, জীবক বড়ুয়া, ফারহানা হানিফ, প্যাট্রিক গোমেজ, রুম্পা বড়ুয়া, আমিরুল ইসলাম রুমি, জাহিদ আহমেদ রাসেল, অ্যান্থনি পিউস গোমেজ, দামিয়ান এন দিয়াস, খালেদ চৌধুরী, নুপুর চৌধুরী, বানিব্রত ঘোষ, সেলিম আকতার প্রমুখ বক্তব্য দেন। ‍

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ