ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ঈদুল আজহা উদযাপিত

রুমী কবির, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ঈদুল আজহা উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আটলান্টায় যথাযোগ্য মর্যাদায় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান শহর আটলান্টায় বাংলাদেশি কমিউনিটিতেও যথাযথ দিনটিকে উদযাপন করা হয়েছে।



মেট্রো আটলান্টার ডুরাভিল শহরের বাংলাদেশি ব্যবস্থাপনার মসজিদ আততাকওয়ার উদ্যোগে বরাবরের মতো এবছরও মসজিদের বাইরের প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ডাউন টাউনস্থ আল ফারুক মসজিদে। সেখানে দু’টি জামাত হয়, প্রথমটি সকাল সোয়া আটটা ও দ্বিতীয়টি সকাল ন’টায়।

মসজিদ ওমর বিন আব্দুল আজিজ নরক্রসে সকাল সোয়া আটটা ও পৌনে ন’টায় আরও দু’টি নামাজ অনুষ্ঠিত হয়।

এছাড়া জর্জিয়া ইসলামিক সেন্টার লরেন্স ভিলে দু’টি সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, ইসলামিক সেন্টার অব নর্থ ফুলটন আলফারেটায় সকাল ৮টায় ও সকাল ৯টায়, ইবাদুর রহমান দাওয়াহ সেন্টার মেরিয়াটায় সকাল ৯টায়, আটলান্টা মসজিদ আল ইসলাম সকাল সাড়ে ৮টায়, মসজিদ মুমিন সাড়ে ৮টায়, মসজিদ আল মদিনা সাড়ে ৮টায়, আবু বকর বিউফোর্ড হাইওয়ে আটলান্টায় সকাল সাড়ে ৮টায়  ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কমিউনিটি সেন্টারেও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সূত্র জানান।

এবারের ঈদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে পাবলিক স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে স্কুলে ঈদের ছুটি ঘোষিত হয় নিউজার্সি, ম্যাস্যাচুসেটস, কানেকটিকাট  এবং পেনসিলভেনিয়ার কয়েকটি এলাকায়।

ঈদুল ‍আজহায় আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পর্ব কোরবানিও আদায় করেন বাংলাদেশি মুসলমান জনগোষ্ঠী।

অন্যদের সঙ্গে তারাও শহর থেকে দূরে পশু ফার্মে গিয়ে পশু কোরবানি দিয়েছেন। আগামী তিন দিন এ প্রক্রিয়া চলবে। অবশ্য কোনো কোনো প্রবাসী বাংলাদেশি এখানকার গ্রোসারি স্টলগুলোর মাধ্যমে নির্ধারিত ফী দিয়ে কোরবানিতে শরিক হয়েছেন।

এসব কোরবানির গোস্ত ঈদের দিনে সংগ্রহ করা সম্ভব হয় না বলে পরদিন বা দু’দিন পর গ্রাহকদের পৌঁছে দেওয়া হয়।

বাংলোদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ