ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

পিবিসি’র প্রথম বাংলাদেশি বোর্ড সদস্য শাহরিয়ায় হোসেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
পিবিসি’র প্রথম বাংলাদেশি বোর্ড সদস্য শাহরিয়ায় হোসেইন

ঢাকা: প্যাসিফিক বেসিন কনসোর্টিয়ামের (পিসিবি) সর্বোচ্চ পদে এবং প্রথম বাংলাদেশি হিসেবে সদস্য পদ পেয়েছেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের মহাসচিব ড. শাহরিয়ায় হোসেইন।

বৃহস্পতিবার (১৯ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সংগঠনটির পরিচালনা পর্ষদ তাকে সদস্য হিসেবে নিযুক্ত করে।

তিনি দীর্ঘ ২০ বছর পরিবেশ বিষয়ক গবেষণা, সাংবাদিক এবং পরিবেশগত স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের শহর হনলুলুতে অবস্থিত পরিবেশবাদী এ সংগঠনটি সারা বিশ্বে পরিবেশ বিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জরিপ চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ