ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মার্কিন কংগ্রেসম্যানকে অবহিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।  

রিপাবলিকান দলের কংগ্রেসম্যান চার্লস ডব্লিউ বুস্তানি জুনিয়রের সঙ্গে স্থানীয় সময় শুক্রবার (০৮ জুলাই) সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন তিনি।

 

দূতাবাসের মিনিস্টারের (প্রেস) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

কংগ্রেসম্যানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।  

জিয়াউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে বিশ্বাসী।  

১৯৭৫ সালে প্রধানমন্ত্রী তার পরিবারের ১৯ জনকে হারানোর পর থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোধিতা করে আসছেন বলেও জানান তিনি।

এদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রাখায় শেখ হাসিনার প্রশংসা করেন মার্কিন কংগ্রেসম্যান।

সন্ত্রাস প্রতিহত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয় তুলে ধরেন মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকযুদ্ধে দেশটির পাঁচ পুলিশ সদস্য নিহত ও ১১ জন আহত হওয়ার ঘটনায় প্রকাশ করেন। অন্যদিকে গুলশানের ঘটনায় গভীর সমবেদনা জানান মার্কিন কংগ্রেসম্যান বুস্তানি।  

এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।  

নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত জিয়া উদ্দিন বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য বুস্তানির কাছে তুলে ধরেন।  

এ সময় দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর তৌফিক হাসান এবং কংগ্রেসম্যানের লেজিসলেটিভ ডিরেক্টর ক্যাথলিন সিঘনলফি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬/আপডেট: ১০০০ ঘণ্টা
আরএসইচ/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ