ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশ সোসাইটির নতুন কমিটিকে স্টেট আ.লীগের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বাংলাদেশ সোসাইটির নতুন কমিটিকে স্টেট আ.লীগের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমদ ও বিজয়ী প্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিনন্দন জানান স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল।


 
নিউইয়র্কে প্রবাসী বাঙ‍ালিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি। কামাল আহমদ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি।
 
সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কামাল আহমদ ইতিবপূর্বে আরও একবার বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হয়ে তার কর্মদক্ষতা ও সততার মাধ্যেমে প্রবাসে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।

আমাদের বিশ্বাস এবারো তিনি এবং তার জয়ী প্যানেল সংগঠনের কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাঙালিদের সাহায্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ