ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

উপন্যাস

ময়মনসিংহে ‘নরসুন্দার বাঁকে’ উপন্যাসের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
 ময়মনসিংহে ‘নরসুন্দার বাঁকে’ উপন্যাসের মোড়ক উন্মোচন ময়মনসিংহে ‘নরসুন্দার বাঁকে’ উপন্যাসের মোড়ক উন্মোচন-ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীরের লেখা ‘নরসুন্দার বাঁকে’  উপন্যাসগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।



উপন্যাসটিতে কিশোরগঞ্জ এলাকাজুড়ে বয়ে চলা নরসুন্দা নদীর আশপাশে বেড়ে ওঠা এক তরুণের মুক্তিযুদ্ধের প্রগতিশীল চেতনায় দীপ্ত হয়ে ওঠার রোমাঞ্চকর কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান ড. মো. হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমএএএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

উপন্যাস এর সর্বশেষ