ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বিয়েতে কনের ওজনের সমপরিমাণ কয়েন উপহার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
বিয়েতে কনের ওজনের সমপরিমাণ কয়েন উপহার!

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মেয়ের বিয়েতে কনের ওজনের সমপরিমাণ কয়েন (টাকা) দিয়েছেন এক বাবা।  

কনের পরিবারের দাবি, জন্মের পরে মানত করা ছিল যে ওজন করে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেবে।

কিন্তু বিষয়টিকে যৌতুক হিসেবে নিয়েছেন অনেকে।

জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর মেয়ের বিয়ে হয় একই গ্রামের মাইনুল ইসলামের ছেলের সঙ্গে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মেয়েকে দাড়িপাল্লায় ওজন করে সমপরিমাণ কয়েন (টাকা) ছেলে পক্ষকে উপহার দেয় মেয়ে পক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, রতন আলীর মেয়ে মাছুরা খাতুনের সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা নিজেরা বিয়ে করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
কনের বাবা রতন আলী বলেন, মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল। মেয়ে বেঁচে থাকলে তার বিয়েতে তার ওজনের সমপরিমাণ টাকা উপঢৌকন দেব। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে কয়েন দেওয়া হয়েছে। এটি যৌতুকের টাকা নয়।

একই এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, এভাবে প্রকাশ্যে ওজন করে টাকা দেওয়া ঠিক হয়নি। এটি যৌতুক না ‘মানত’, তা নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে গ্রামে নানান কথা চলছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ঘটনাটি শুনেছি। এ নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা আইনত অপরাধ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।