ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

লন্ডনের ‘কাউয়া’ ক্যাফে সমাচার

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
লন্ডনের ‘কাউয়া’ ক্যাফে সমাচার টাওয়ার হ্যামলেটসে ক্রো ক্যাফে

ক্যাফের অনেক রকমফের শোনা গেছে। তাই বলে কাক ক্যাফে কিংবা কাউয়া ক্যাফে!  হ্যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এই ইস্টার সানডেতে চালু হয়েছে বিশ্বের প্রথম কাক ক্যাফে।

টাওয়ার হ্যামলেটস নামে জনপ্রিয় এলাকায় অফ কোয়াই ভবনের অস্টম তলায় এই ক্যাফে এরই মধ্যে জমে উঠেছে।  

খোদ অভিনেত্রী বিলি পাইপার একবার ঘুরে এসেছেন।

যাচ্ছেন শত শত লোক।  

ক্যাফেটি ৬১ বছর বয়ষ্ক ট্রেভর স্মিথের মস্তিষ্কপ্রসূত। তার সঙ্গে রয়েছেন চার্লি গিলমোর। তিনি এই ক্যাফের জনসংযোগের দিকটি দেখছেন।  

ছয় বছর বয়স থেকে কাকের সাথে বসবাস মি. স্মিথের। তো এবার তার ক্যাফেতেই জায়গা হয়েছে কাকেদের।

কাকগুলোর আবার নামও আছে একটি ইয়াম ইয়াম, একটি গিলবার্ট, একটি চার্লি অপরটি এলিজা।

ক্যাফের কাস্টোমাররা কাক ক্যাফেতে এসে বেশ আনন্দিত। তার প্রকাশ তারা স্যোশাল মিডিয়াতে পোস্ট দিয়েই করেছেন।    

বলেছেন, ইস্টার সানডের বিকেলটা তাদের দারুণ কেটেছে।

এই ক্যাফেতে গেলে কাকদের সাথে দেখা হওয়ার পাশাপাশি আপনাকে খেতে দেওয়া হবে কাক-আকৃতির নানা ধরনের স্ন্যাকস। সেটা কমপ্লিমেন্টারি। আর কিনে খেতে হবে পানীয়। এটি প্রধানত একটি বারও বটে।

তবে এই ক্যাফের আসল উদ্দেশ্য কি জানেন, এখান থেকে হাজার হাজার পাউন্ড ডোনেশন উঠেছে যা দেওয়া হবে ওয়াইল্ড লাইফ চ্যারিটিতে।  

তা দিয়ে বিপন্ন প্রায় প্রাণিকূল সংরক্ষণ করা হবে। আর কাকও কি আজ কম বিপন্ন!

বাংলাদেশ সময় ২২১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।