ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

মুক্তোমালায় হীরের হৃদয় রেকর্ড দামে

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
মুক্তোমালায় হীরের হৃদয় রেকর্ড দামে ৯২ ক্যারেটের হীরে গাঁথা পড়েছে মুক্তোর মালায়

এ পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড়, মসৃণ হৃদয়াকৃতির হীরের টুকরো। যা বিক্রি হলো দেড় কোটি ডলারে।  বাংলাদেশি মূল্যে ১২০ কোটি টাকার সমান। 

গত বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই হীরের হার বিক্রি করে নিলাম সংস্থা ক্রিস্টি। যার মূল্য সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে।

 

৯২ ক্যারেটের এই হীরে গাঁথা হয়েছে মুক্তোর মালায়।  

১৪.৯৯ মিলিয়ন ডলার দাম পেয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলো এই হার।  

এই হার বানিয়েছে অষ্টাদশ শতক থেকেই খ্যতিমান ফরাসি জুয়েলার্স বোমার এট ব্যাসেঙ্গে।  

এর আগে হৃদয় আকৃতির হীরা সর্বোচ্চ মূল্য পেয়েছিলো ১০৯ কোটি টাকা। সেটি ছিলো ৫৬.১৫ ক্যারেটের হীরা।

বাংলাদেশ সময় ১৩০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমএমকে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।