ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

৪৩৫ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
৪৩৫ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা ৪৩৫ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

দুবছর চেষ্টার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি অবশেষে বিক্রি হলো ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৩৫ কোটি টাকা)। ১ হাজার ১শ নয় ক্যারেটের এই অখণ্ডিত হীরাটির নতুন মালিক লন্ডনের গ্রাফ ডায়মন্ডস।

টেনিস বল আকৃতির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটির নাম লেসেডি লা রোনা। এর আবিষ্কারক কানাডার লুকারা ডায়মন্ড করপোরেশন।

দীর্ঘদিন আফ্রিকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশে অনুসন্ধান ও খননকাজ চালানোর পর ২০১৫ সালের ১৬ নভেম্বর বোতসোয়ানায় তারা খুঁজে পায় এ অমূল্য রত্নটি। বোতসোয়ানার ভাষায় ‘লেসেডি লা রোনা’ অর্থ ‘আমাদের আলো’।

হীরাটি আবিষ্কারক কোম্পানি আশা করেছিলো এর মূল্য কমপক্ষে ৭০ মিলিয়ন ডলার দাঁড়াবে। কারণ লেসেডি লা রোনাই এ শতকের সবচেয়ে বড় হীরা। তাছাড়া গত বছরের একটি নিলামে ৮শ ৩ ক্যারেটের একটি হীরা ৬৩ মিলিয়ন ডলারে বিক্রি করতে সক্ষম হয়েছিলো লুকারা করপোরেশন। কিন্তু সোমবারের (২৫ সেপ্টেম্বর) নিলামে কেউ ৫৩ মিলিয়ন ডলারের বেশি দাম না ডাকায়, গ্রাফ ডায়মন্ডস বনে যায় এর সৌভাগ্যবান মালিক।

অনেক আগে থেকেই মূল্যবান রত্ন সংগ্রহ করার খ্যাতি রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের। ২০০৬ সালে বেলজিয়ামের একটি নিলাম থেকে ৬০৩ ক্যারেটের একটি হীরা ১২ দশমিক ৪ মিলিয়ন ডলারে কেনে প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরাটির নাম কুলিনান ডায়মন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া এ হীরার রত্নমান ৩ হাজার ১০৬ ক্যারেট।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।