ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

চাঁদে অতিকায় গুহা, আশ্রয় হতে পারে মহাকাশচারীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
চাঁদে অতিকায় গুহা, আশ্রয় হতে পারে মহাকাশচারীদের চাঁদে অতিকায় গৃহা আবিস্কার করেছেন জাপানি বিজ্ঞানীরা।

ঢাকা: চাঁদের বুকে এবার মিললো অতিকায় এক গুহার খোঁজ। প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ ও শত মিটার প্রশস্ত এ ‍গুহায় মহাকাশচারীদের আশ্রয় গড়ে তোলা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তা হলে রুক্ষ আবহাওয়া, তাপপ্রবাহ ও বিপদজনক রেডিয়েশন এড়িয়ে চাঁদে বাস করা মহাকাশচারীদের পক্ষে সহজ হবে।

সম্প্রতি জাপান মহাকাশ সংস্থার একদল বিজ্ঞানী এই অতিকায় গুহা আবিস্কার করেন।

চাঁদ পরিক্রমণকারী জাপানি মহাকাশযান সেলেনি’র সংগ্রহ করা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা বলেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর চারিপাশে লাভা জমাট বেঁধে প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর আগে নল বা চোঙ আকৃতির এই গুহা তৈরি হয়।

জাপান মহাকাশ পর্যবেক্ষণ সংস্থার গবেষক জুনিচি হারুয়ামা বলেন, চিহ্নিত স্থানটিকে আমরা লাভা টিউব হিসেবেই ভাবছি। মারিয়াস হিলস এলাকার নিচের ওই ভূগর্ভস্থ গৃহা মহাকাশচারীদের চাঁদের বৈরী আবহাওয়া থেকে আশ্রয় নিতে সহায়ক হবে।

তিনি বলেন, যদিও এখনো গুহার ভেতরটা দেখিনি, কিন্তু  আমরা ভালো কিছুর ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।