ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

কুমির ধরছে সারাওয়াক বন বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কুমির ধরছে সারাওয়াক বন বিভাগ হুকে আটকে কুমির টেনে তোলা হচ্ছে।

ঢাকা: একের পর এক কুমির ধরছে মালয়েশিয়ান বোর্নিওর সারাওয়াক ফরেস্ট্রি করপোরেশনের সু্ইফট ওয়াইল্ডলাইফ অ্যাকশন টিম। রোববার রিমবাস নদী থেকে আরো দু’টি পুরুষ কুমির ধরেছে তারা। তাদের সঙ্গে মহা উৎসাহে কুমির ধরার উৎসবে মেতেছে গ্রামবাসী।

ঘনত্ব বেড়ে যাওয়ায় ওই এলাকার নদী ও জলা থেকে এভাবে কুমির ধরে সরিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ গত রোববার ধরা পড়া কুমির দু’টোর মধ্যে একটি প্রায় ১০ ফুট, অপরটি ৭ ফুট লম্বা।

এর আগে প্রায় ১৫ ফুট লম্বা কুমির ধরা পড়ে সেখানে।

তবে হিংস্র হওয়ায় গ্রামবাসী নিজেরা এসব কুমির ধরে না। ওই এলাকার জলাশয়ে কোনো কুমিরের অস্তিত্ব ধরা পড়লেই অ্যাকশন টিমকে খবর দেয় তারা। পরে সবাই মিলে এসে হুক পেতে কুমির ধরে।

গত ১৭ অক্টোবর রিমবাস নদীর প্রায় ৫ কিলোমিটার এলাকায় কুমির ধরার হুক পাতে বন বিভাগ। শিগগিরই আরো অনেক কুমির ধরা পড়বে বলে আশাবাদী তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।