ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ভারতে এবার অতিকায় জলজ গিরগিটির জীবাশ্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ভারতে এবার অতিকায় জলজ গিরগিটির জীবাশ্ম জলজ গিরগিটির জীবাশ্ম।

ঢাকা: এবার ২৫ কোটি বছরেরও পুরনো এক জলজ গিরিগিটির ফসিল মিললো ভারতে। গুজরাটের কুচ্চ মরুভূমিতে পাওয়া ইকথায়োসর নামে এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে অপার বিস্ময়ের জন্ম দিয়েছে।

কেননা, ভারতে এ জাতীয় জীবাশ্ম আবিস্কারের ঘটনা এটাই প্রথম। এর আগে বিশেষত দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া এবং ইউরোপের কোথাও কোথাও এ জাতীয় জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে।

প্রায় ১৮ ফুট দীর্ঘ জীবাশ্মের প্রায় পুরোটাই অক্ষত রয়েছে বলে জানিয়েছেন আবিস্কারকরা। এই জীবাশ্ম এ জাতীয় প্রাণীর বিবর্তন জানতে যেমন সহায়ক হবে, তেমনি ২৫ কোটি বছর আগে ভারতের সঙ্গে দক্ষিণ আমেরিকার কোনো জল যোগাযোগ ছিলো না সেটা জানাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জীবাশ্মের দাঁত পরীক্ষা করে দেখো গেছে, এরা সাগরের বাস্তুসংস্থানের উপরের স্তরের শিকারী। হালের শুশুকের সঙ্গে বেশ মিল আছে এদের।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।