ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

গাড়ির ভেতর হোটেল!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
গাড়ির ভেতর হোটেল! গাড়ির ভেতর হোটেল।

ঢাকা: ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন জর্দানের এক বেদুঈন। মোহাম্মদ আল মালহিম নামে ওই বেদুঈন এখন রাস্তার পাশে তার গাড়ি হোটেল নিয়ে বসে থাকেন খদ্দেরের আশায়। আয়-রোজগারও নেহায়েত মন্দ না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।

মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।

৬৪ বছর বয়সী মালহিম তার এলাকায় আবু আলী নামে সমধিক পরিচিত। জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।

আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ। তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে।

পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন।

তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।