ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

২ হাজার বছর আগের অতিকায় নখর!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
২ হাজার বছর আগের অতিকায় নখর! মোয়া পাখির নখর।

ঢাকা:  ১৯৮৬ সাল। নিউজল্যান্ডের ওয়েন পর্বত এলাকার গুহায় গুহায় খনন চালাচ্ছেন একদল প্রত্নতত্ত্ববিদ। হঠাৎই ডাইনোসরের মতো অতিকায় এক নখর খুঁজে পেলেন তারা।

বিস্মিত প্রত্নতত্ত্ববিদরা দেখেন, এখনো প্রায় অবিকৃতই আছে থাবাটি। শুকিয়ে শক্ত হয়ে গেছে পেশী।

চামড়ায় এখনো সেঁটে আশে আঁশ। নখগুলোও প্রায় অবিকৃত।  

অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‍জানা গেলো, এই নখর আসলে বিলুপ্ত ডানাহীন পাখি মোয়া’র। প্রায় ২ হাজার বছর আগে এ প্রজাতিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

ওড়ার ক্ষমতাহীন এসব পাখি উচ্চতায় ১২ ফুট পর্যন্ত হতো। ওজন হতো আড়াইশ’ কেজি পর্যন্ত। মানুষের লাগামহীন শিকারের কারণেই ধ্বংস হয় মোয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।