ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

কলার খোসার বিদ্যুতে চার্জ হবে সেলফোন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কলার খোসার বিদ্যুতে চার্জ হবে সেলফোন! নিজেদের উদ্ভাবিত ডিভাইস নিয়ে মগ্ন শিক্ষার্থীরা।

ঢাকা: কলার খোসার গুণের অন্ত নেই। এর যেমন অনেক ভেষজ গুণ রয়েছে, তেমনি রয়েছে অনেক গৃহস্থালি প্রয়োগ। কিন্তু এবার কলার খোসা থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়ে দিলো ইন্দোনেশিয়ার পূর্ব জাভার তিন শিক্ষার্থী।

সম্প্রতি বিশেষ ধরনের এক ডিভাইস আবিষ্কার করেছে তারা। ওই ডিভাইস কলার খোসা থেকে ৫ ভোল্টের বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

মূলত কলার  খোসায় থাকা এনারোবিক ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়েই এই বিদ্যুৎ উৎপাদন করা হবে।

শুধু তাই নয়, উৎপাদিত বিদ্যুৎ এক বছর পর্যন্ত ধরে রাখবে ওই ক্ষুদে ডিভাইস।

কলার খোসা থেকে এভাবে উৎপাদিত বিদ্যুৎ কার্যত সেল ফোন চার্জের জন্য ব্যবহার করা যাবে বলে মনে করছেন আবিষ্কারকরা।

কলার খোসা থেকে বিদ্যুৎ উদ্ভাবনের কারিগররা হলেন-আজি আরিফ সেতাওয়ান,
কৃষমা ভারজিনিয়া ও এলভিয়ানা। তারা সবাই মালাং ভিত্তিক ব্রায়িজায়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

সহজলভ্য হওয়ায় কলার খোসা থেকে বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকে পড়েন তারা। তাছাড়া আর সব ফলের চেয়ে কলার খোসায় বিদ্যুতের উপস্থিতি বেশী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।