ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

মালিককে আছড়ে মারলো খ্যাতিমান হাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
মালিককে আছড়ে মারলো খ্যাতিমান হাতি খুনি হাতি ও তার মালিকের এই ছবি কয়েক দিন আগে তোলা।

ঢাকা: থাইল্যান্ডে মালিককে আছড়ে মেরেছে তারকা খ্যাতি পাওয়া এক হাতি। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ৫ টন ওজনের ওই হাতিটি তারকা খ্যাতি পায়। কিন্তু মঙ্গলবার (২৮ নভেম্বর) তার মালিককে আছড়ে মেরে ফেলার খবর ছড়িয়ে পড়লে দেশের প্রাণী পর্যটন শিল্পে বিরূপ আলোচনার জন্ম হয়।

ঘটনাটি ঘটে চিয়াঙ মাই এর উত্তরের শহরে। শিকল খুলে দেওয়া মাত্র হাতিটি মালিক সমসাক রিয়েনজেন এর ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিটি হঠাৎই তার ৫৪ বছর বয়সী মালিককে আক্রমণ করে বসে। কিছু বুঝে ওঠার আগেই শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে।

৩২ বছর বয়সী হাতিটি বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে তারকা খ্যাতি পায়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।