ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বকের কি কথা কৃষাণির সাথে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বকের কি কথা কৃষাণির সাথে! কৃষাণিদের কাছে খাবারের খোঁজে বকের ঝাঁক।

ঢাকা: পাকা ধানের ক্ষেতে ব্যস্ত কৃষাণিরা। ধান কাটছেন সবাই। এক ঝাঁক বক এসে সঙ্গী হলো তাদের। চেয়ে রইলো কৃষাণিদের দিকে। খাওয়া শুরুর আগে অনুমতি চাইছে যেনো।

অবাক কৃষাণিরা সদ্য কাটা ধান ছড়ালো। আরো অবাক হয়ে দেখলো, পাহাড়ি উপত্যকায় বিস্তৃত ক্ষেতের সোনালী ধানে নয়, বকের ঝাঁকের নজর কৃষাণিদের ছড়িয়ে দেওয়া ধানে।

খুঁটে খুঁটে শুরু করলো খাওয়া।

কৃষাণিদের কাছে খাবারের খোঁজে বকের ঝাঁক।                                          কাজ ভুলে কৃষাণিরাও মগ্ন হয়ে পড়লো বকের ঝাঁককে খাওয়াতে। হাত বাড়ালেই ধরা যাবে বকগুলোকে। অবুঝ বকগুলোর প্রতি তাই আরো মায়া বাড়লো কৃষাণিদের। ওদিকে যে ধান কাটার বেলা  বয়ে যাচ্ছে সেদিকে খেয়ালই রইলো না।

দুর্লভ এই আলোকচিত্রটি হিমালয় কন্যা নেপালের কাঠমান্ডু উপত্যকা লাগোয়া ধাদিং থেকে তোলা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।