ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর ১০ শব্দ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর ১০ শব্দ! ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর ১০ শব্দ!

সবচেয়ে সুখকর বা আনন্দদায়ক শব্দ কোনটা? এমন প্রশ্ন সচরাচর করা হয় না। তবে এমন প্রশ্ন নিয়েই কাজ করেছেন একদল গবেষক। তারা ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর শব্দটির খোঁজও পেয়েছেন।

গবেষকরা ইংরেজি ভাষার সুখকর শব্দটির খোঁজ পেতে বহুল ব্যবহৃত ১০ হাজার ইংরেজি শব্দ নিয়ে কাজ শুরু করেন। বহুল ব্যবহৃত ইংরেজি শব্দগুলো পেতে তারা টুইটার, গুগল বুকস, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও গানের কথার আশ্রয় নেন।

এরপর শুরু করেন সুখকর শব্দ খোঁজার কাজ। শব্দ খুঁজতে চালান সমীক্ষা। সবচেয়ে সুখকর শব্দ ও সবচেয়েকম সুখকর শব্দ এমন ক্যাটাগরিতে সমীক্ষায় শব্দগুলো আলাদা করা হয়। প্রত্যেক শব্দের জন্য রাখা হয় ৯ পয়েন্ট। এছাড়াও প্রত্যেক শব্দের জন্য রাখা হয় আলাদা রেটিং ব্যবস্থা।

এরপর আসে বহুল কাঙ্ক্ষিত ফলাফল। গবেষকরা খুঁজে পান ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর শব্দটি।

গবেষকদের সমীক্ষা অনুযায়ী সবচেয়ে সুখকর শব্দটি ‘হাসি’। এরপর রয়েছে ‘সুখ’ আর সবচেয়ে কম সুখকর শব্দটি হলো ‘সন্ত্রাসী’।

গবেষকদের গবেষণা অনুযায়ী ইংরেজি ভাষায় প্রথম ১০টি সুখকর শব্দ হলো- ‘হাসি’, ‘সুখ’, ‘ভালবাসা’, ‘সুখী’, ‘হাসানো’, ‘হাস্যময়’, ‘চমৎকার’, ‘আনন্দ’, ‘সফলতা’, ‘জয়’, ‘রংধনু’।

ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেন। গবেষণার নেতৃত্ব দেন ইসাবেল ইসাবেল ক্লোউম্যান।   

বাংলাদেশ সময়: ০৩৩০ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।