ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বিক্রির অপেক্ষায় আইপ্যাড নিয়ন্ত্রিত ‘সুপার-ইয়ট’ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বিক্রির অপেক্ষায় আইপ্যাড নিয়ন্ত্রিত ‘সুপার-ইয়ট’  সুপার-ইয়ট ‘অ্যাডাস্ট্রা’। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালে শো-বোটস ডিজাইন অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার জিতেছিল ‘অ্যাডাস্ট্রা’। একই বছর ওয়ার্ল্ড সুপার-ইয়ট অ্যাওয়ার্ডে সেরা সৃষ্টিশীল ডিজাইনের পুরস্কারও বাগিয়ে নিয়েছিল এটি। 

এবার অনন্য ডিজাইনের বিলাসবহুল ইয়টটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর মালিক। সম্প্রতি এ জন্য অনলাইনে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।

তবে, ইয়টটি বিক্রির জন্য নির্দিষ্ট কোনো দাম উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে অ্যাডাস্ট্রাকে ‘কুলেস্ট অ্যাডভেঞ্চার ইয়ট’ আখ্যা দিয়ে জানানো হয়েছে, ২০১৩ সালে সম্পূর্ণ নতুন ইয়টটির দাম ছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১২৬ কোটি ৭৪ লাখ টাকা।  

ত্রিমারান (এক ধরনের বিশেষ নৌযান) নৌকার অনুকরণে তৈরি ইয়টটিতে আছে পাঁচটি বেডরুম, চারটি বাথরুম ও খোলা বাতাসে বসে পান করার মতো একটি উন্মুক্ত বার। শুধু নকশায় নয়, প্রযুক্তিগতভাবেও বেশ আধুনিক সুপার-ইয়টটি। একে প্রায় ১৬৪ ফুট দূর থেকে আইপ্যাডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

সুপার-ইয়ট ‘অ্যাডাস্ট্রা’।  ছবি: সংগৃহীত

ইয়টটির নির্মাতা জন শাটলওর্থ জানান, ১৪০ ফুটের সুপার-ইয়টটি পরিবেশের কথা মাথায় রেখেই তৈরি করা। অত্যন্ত হালকা কাঁচ ও কার্বন দিয়ে বানানো নৌযানটির মাত্র ২০ ভাগ পানির নিচে ডুবে থাকে। এ কারণে পানির সঙ্গে ঘর্ষণ হয় খুবই কম। তাই, জ্বালানিও লাগে কম।

তবে, এর নির্মাতা মনে করেন, বিলাসবহুল ইয়টের ক্ষেত্রে জ্বালানি খরচ কোনো ব্যাপারই না। কারণ, এটি চালাবেন শুধু ধনী ব্যক্তিরাই।

সুপার-ইয়টটির বর্তমান মালিক হচ্ছেন হংকংভিত্তিক একটি শিপিং কোম্পানির মালিক ধনকুবের আন্তো মারডেন। তিনি জানান, স্ত্রীকে নিয়ে সাত বছর ধরে ইয়টে করে ঘুরে বেড়িয়েছেন। এখন তাদের দেখার মতো তেমন কোনো জায়গা বাকি নেই। এ কারণেই ইয়টি বিক্রি করে দিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।