ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ড্রাইভারের অদক্ষতায় ধরা পড়লো ১২শ’ কোটি টাকার মাদক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ড্রাইভারের অদক্ষতায় ধরা পড়লো ১২শ’ কোটি টাকার মাদক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: গাড়িভর্তি অবৈধ মাদ্রকদ্রব্য নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন চালক। হঠাৎ আরেকটি গাড়িতে ধাক্কা দিয়ে বসেন তিনি। কপাল মন্দ হলে যা হয়, ওই গাড়িটি ছিল পুলিশেরই! পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘণ্টাখানেকের মধ্যেই আটক করা হয় চালককে। আর গাড়ি তল্লাশি করে পাওয়া যায় প্রায় ১৪০ মিলিয়ন ডলারের মাদ্রকদ্রব্য, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১শ’ ৮৫ কোটি টাকা।

গত সোমবার (২২ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনি উপকণ্ঠে ঘটেছে এ ঘটনা।  

পুলিশ জানায়, ২৮ বছর বয়সী ওই চালক ইস্টউড শহরের সড়কে দাঁড় করানো পুলিশের একটি টহল গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে আটক করা হয়।

এসময় গাড়িটি তল্লাশি করে প্রায় ২৭০ কেজি মাদ্রক দ্রব্য পাওয়া যায়, যার বাজার মূল্য দুইশ’ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

ওই চালকের বিরুদ্ধে মাদক সরবরাহ ও বেপরোয়া গাড়িচালনার অভিযোগ এনেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।