ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বাবা-মেয়ের একসঙ্গে ‘আইন’ পড়ার গল্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
বাবা-মেয়ের একসঙ্গে ‘আইন’ পড়ার গল্প একই কলেজে পড়াশোনা করছেন বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: এযুগের বেশিরভাগ ছেলে-মেয়েই স্কুল-কলেজে বাবা-মায়ের আসা-যাওয়া এড়িয়ে চলতে চায়। কি জানি কি গোপন কথা জেনে যাবে! কি দরকার রিস্ক নেওয়ার! বাড়ির লোক বাড়িতেই থাকুক।

তবে, সবাই কিন্তু এক নয়। এ কারণে দু-একজন ব্যতিক্রম হলে নজরে পড়ে সহজেই।

এমনই এক বাবা-মেয়ের ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর হয়েছে বড় বড় সংবাদমাধ্যমেও।

ঘটনাটি পাশের দেশ ভারতের। সেখানে, মুম্বাইয়ের একটি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ বাবা-মেয়ে। মজার বিষয় হচ্ছে, ক্লাসের হিসাবে বাবা কিন্তু মেয়ের জুনিয়র।

গত বুধবার (৭ আগস্ট) হিউম্যানস অব বোম্বে নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে চমকপ্রদ এ ঘটনা।  

বাবা-মেয়ের ছবিযুক্ত ওই পোস্টে মেয়ের ভাষ্যে জানানো হয়, বাবার ছোটবেলা থেকেই আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু, আর্থিক সঙ্কটে সে আশা তখন পূরণ করা হয়নি। পরে একটি পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।

মেয়েটি জানায়, আইন বিষয়ে পড়া শুরুর পর থেকেই সে খেয়াল করে, তার কোর্সের ওপর বাবার বেশ আগ্রহ। রোজকার ক্লাস, সাবজেক্টসহ যা যা করতো, সব জানতে চাইতেন বাবা।

একসময় পরিবারের সবার মনে হয়, বাবার হাতে যেহেতু সময় আছে, তিনি আবার কলেজে ভর্তি হয়ে আইন পড়া শুরু করতে পারেন।

মেয়েটি বলে, বিশ্বাস করুন বা না করুন, এখন আমি ও বাবা একই কলেজে পড়ি। আর, তিনি কিন্তু আমার জুনিয়র।

ফেসবুকে এ পোস্ট করার পরপরই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ মানুষই তাদের এ উদ্যোগের প্রশংসা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।