ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বিশ্বের প্রথম গিটার আকৃতির হোটেল 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
বিশ্বের প্রথম গিটার আকৃতির হোটেল  সেমিনল হার্ডরক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আতশবাজির বর্ণিল বিচ্ছুরণ। ছবি: সংগৃহীত

কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল ছিল গাড়ির গ্যারেজ ও তামাক পণ্য বিক্রয়কেন্দ্র। এদিকটায় মানুষের আনাগোনা প্রায় ছিল না বললেই চলে। ভুল করে কোনো পথিক এসে পড়লে হাইজ্যাকিংয়ের শিকার হতো। অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া আদিবাসী সেমিনলরা কেড়ে নিতো সব।

অথচ সেখানে এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে আলো ঝলমলে এক গিটার। প্রথম দেখায় মনে হবে টুং করে বেজে উঠবে এখনি।

মূলত এটি একটি হোটেলের অবয়ব।

যেখানে দিনে-দুপুরেও যেতে ভয় পেতো মানুষ, সেখানে এখন সন্ধ্যা নামারই অপেক্ষা। আঁধার নেমে আসতেই আলোর ঝরনাধারায় স্নাত হয় হোটেলটির গিটার অবয়ব। বর্ণিল আলোকচ্ছটায় উদ্ভাসিত হয় চারপাশ। বিভিন্ন রঙের প্রতিফলনে আলোর খেলা চলে গিটারের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। সেইসঙ্গে আতশবাজির বর্ণিল বিচ্ছুরণ হোটেলের আশেপাশের এলাকাতেও তৈরি করে ভিন্ন আবেশ।

সেমিনল হার্ডরক হোটেল অ্যান্ড ক্যাসিনো।  ছবি:সংগৃহীত

ব্যয়বহুল হোটেল ও ক্যাসিনো সমৃদ্ধ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অনেক ক্যাসিনোর চেয়েও বেশি জাঁকজমকপূর্ণ ফ্লোরিডার এই গিটার আকৃতির হোটেলটি। বিভিন্ন ধরনের প্রায় ১২শ’ রুম রয়েছে এখানে। ক্যাসিনোতে একসঙ্গে সাত হাজার মানুষ বসার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে তিন হাজার স্লট মেশিন ও টেবিল।

নিজস্ব সাজে সেমিনলরা

হোটেলটিতে একদিকে আধুনিকতার ছড়াছড়ি অন্যদিকে নিজেদের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে সেমিনলরা। রয়েছে বাঁশের কুটিরও। হোটেলটির নিজস্ব কৃত্রিম হ্রদ মুগ্ধ করবে সবাইকে। এছাড়াও রয়েছে রাজকীয় সুইমিং পুল ও রেস্টুরেন্ট।  

এটি নির্মাণে সেমিনলদের ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আর্থিক উন্নয়ন ও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেই যুক্তরাষ্ট্রের অন্যতম ক্যাসিনো ব্যবসায় নাম লেখালো সেমিনলরা। মাত্র চার হাজার ২০০ মানুষ নিয়ে তাদের বসতি। হোটেলটির মাধ্যমে শিগগিরই দারিদ্র্য ঘুচে যাবে বলে আশা করছেন তারা।

সেমিনল হার্ডরক হোটেল অ্যান্ড ক্যাসিনো।  ছবি: সংগৃহীত

সেমিনল চেয়ারম্যান মার্সেলাস ওসেলো বলেন, সব সেমিনলরাই হোটেলের আয়ের লভ্যাংশ পাবে।  
দেশটির জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের এক সমীক্ষায় বলা হয়েছে, ক্যাসিনো ব্যবসা ও হোটেল থেকে প্রতিজন সেমিনল বছরে পাবে প্রায় ১ কোটি ৮৪ লাখ ৪ হাজার টাকা।  

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রা শুরু করে সেমিনল হার্ডরক হোটেল অ্যান্ড ক্যাসিনো। স্বাগত অনুষ্ঠানে হলিউডের নামিদামি তারকাদের লাল গালিচা শুভেচ্ছা জানায় হোটেল কর্তৃপক্ষ।  

হলিউডের নামিদামি তারকাদের উপস্থিতি।  ছবি:সংগৃহীত

তাদের এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনি ডেপ, কলি কারদেশিয়ান, মরগান ফ্রিম্যান ও সোফিয়া রিচির মতো তারকারা। অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেয় ফ্লোরিডার সম্ভ্রান্ত পরিবারের অনেকেই। অনুষ্ঠানের শেষ মুহূর্তে হোটেলের ভেতরে কনসার্ট রুমে শোনা যায় ‘মেরুন ফাইভ’ ব্যান্ডের গিটারের ঝংকার।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।