ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

‘অতিরিক্ত এয়ারফ্রেশনার’ থেকে গাড়ির ভেতর বিস্ফোরণ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
‘অতিরিক্ত এয়ারফ্রেশনার’ থেকে গাড়ির ভেতর বিস্ফোরণ! বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত

গাড়ির ভেতর দুর্গন্ধ দূর করতে ভালোমতো এয়ারফ্রেশনার স্প্রে করেছিলেন এক ব্যক্তি। হঠাৎ মনে হলো, একটা সিগারেট জ্বালালে মন্দ হয় না! তবে সে ভাবনা যে কত বড় ভুল ছিল, বুঝতে পারলেন মুহূর্তেই। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে গাড়ির ভেতর, চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় জানালার কাচগুলো।

সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ফাউন্টেইন স্ট্রিটে ঘটেছে এ ঘটনা।

বিস্ফোরণে গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কপাল ভালো বলতে হয় চালকের।

প্রাণে বেঁচে গেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই গাড়ি থেকে বের হয়ে আসেন চালক। সামান্য আহত হওয়া ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি তার। তবে গাড়ির অবস্থা বেশ খারাপ।

বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

এ ঘটনার ভয়াবহতা আরও বেশি হতে পারতো বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, আগুনের পাশে দাহ্য পদার্থ, অ্যারোসল বা এয়ারফ্রেশনার রাখার বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।