ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অফবিট

পুলিশের বাসায় চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
পুলিশের বাসায় চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর! ছবি: সংগৃহীত

এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছেন এক তরুণ। সকালে ঘুম থেকে উঠে ওই অফিসার ওই তরুণকে ঘুম থেকে ডেকে তুললেন।

 

জানা গেছে, ডেকে তোলা পুলিশ অফিসারের বাসাই চুরি করতে ঢুকেছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে।

রোববার (২৮ মার্চ) ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা এ খবর জানিয়েছে।

থাইল্যান্ডে ওই ২২ বছর বয়সী এক সন্দেহভাজন যুবক বেশ খানিকক্ষণ ধরেই স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন। অবশেষে রাত ২টার দিকে তিনি এক পুলিশ অফিসারের বাসায়ই চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। তবে, বাড়িতে ঢুকে এসি চালিয়ে আরাম করে ঘুম দেন তিনি। তবে, শেষ রক্ষা হলো না তার। দুর্ভাগ্যবশত বাড়িটি ছিলো স্থানীয় জেলা পুলিশেরই এক অফিসারের।  

জানা গেছে, ঘরটি ওই অফিসারের মেয়ের। ওই সময় ঘরে তার মেয়ে ছিলেন না। সকালে উঠে তাঁর মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার। এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই যুবক। দেরি না করে যুবকের হাতে হাতকড়া পরিয়ে দেন পুলিশের ওই অফিসার।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।