ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অফবিট

অন্তর্বাসে লুকিয়ে চার হাজার মাইল পাড়ি টিকটিকির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
অন্তর্বাসে লুকিয়ে চার হাজার মাইল পাড়ি টিকটিকির উদ্ধার হওয়া টিকটিকি।

হঠাৎ করেই তারকা হয়ে উঠেছে ‘বার্বি’। নামটিও নতুন তার।

আসলে বার্বি একটি টিকটিকি। সম্প্রতি অন্তর্বাসে লুকিয়ে চার হাজার মাইল পাড়ি দিয়েছে সে। আর এরপরই জুটেছে এই তারকাখ্যাতি।

বিবিসি জানিয়েছে, লিসা রাসেল নামে এক নারী ছুটি কাটাতে গিয়েছিলেন বারবাডোজে। দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামে তার বাড়ি। ছুটি কাটিয়ে বিমানে চেপে বারবাডোজ থেকে রদারহ্যামে ফেরেন তিনি। তারপর স্যুটকেস খুলে জামা গুছিয়ে রাখতে গিয়ে রীতিমত চমকে উঠেন।

ব্যাগের একেবারে উপরের দিকে ছিল অন্তর্বাসটি। সেটিতে হাত দিতেই নড়ে ওঠে লুকিয়ে থাকা টিকটিকি। প্রথমে ভয় পেয়েছিলেন লিসা। তারপর বুঝতে পারেন, সেটি নেহাতই একটি স্ত্রী টিকটিকি। অন্তর্বাসপ্রেমী প্রাণীটি লুকিয়ে চার হাজার মাইল দ্রমণ করেছে তার সঙ্গে।

লিসা বলেন, চার হাজার মাইল ভ্রমণের পর কেউ অন্তর্বাসের মধ্যে টিকটিকি আশা করে না। আমিও করিনি। আমি এটি দেখে চিৎকার শুরু করেছিলাম।

পরে প্রাণীটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। তাকে উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় রেখেছে তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইয়র্কশায়ার ওই প্রাণী প্রজাতির বেঁচে থাকার জন্য উপযুক্ত স্থান নয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।