ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অফবিট

সাপ মারতে গিয়ে পুড়ল ৭ কোটি টাকার বাড়ি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সাপ মারতে গিয়ে পুড়ল ৭ কোটি টাকার বাড়ি!

তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজের বাড়িটি। কিন্তু সেই বাড়ি কয়েক মিনিটেই পুড়ে শেষ।

আপদ তাড়াতে গিয়ে মারাত্মক এই কাণ্ড ঘটালেন এক মার্কিন নাগরিক। আর এসবের পেছনে আছে এক সরীসৃপ।

যুক্তরাষ্ট্রের মরিল্যান্ডের এক ব্যক্তি একদিন দেখলেন তার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে একটি বিষধর সাপ। প্রথমে দেখে ভয় পেলেও সুযোগ খুঁজতে লাগলেন কীভাবে মেরে ফেলবেন সাপটিকে। তা না হলে ঘরে থাকাই যে কঠিন করে দেবে ওই প্রাণী!

ফায়ার প্লেসের সামনে বসে থাকতে থাকতে সাপটিকে দেখে বুদ্ধি এল তার মাথায়। ফায়ার প্লেস থেকে এক টুকরো জ্বলন্ত কয়লা নিয়ে ছুঁড়ে দিলেন সাপটিকে লক্ষ্য করে।

ব্যাস! কয়েক মিনিটে আগুন লেগে গেল চারদিকে। আর বিধ্বংসী সেই আগুন ছড়িয়ে পড়ল বিলাসবহুল বাড়িতে। আগুন লেগেছিল বাড়ির বেসমেন্টেও। ক্রমশ তা ছড়িয়ে পড়ে বাড়ির সবদিকে।

পুড়ে যাওয়া সেই বাড়ি।

আগুন এতটাই বিধ্বংসী আকার ধারন করে যে তা নেভাতে ছুটে আসে দমকলের ৭৫টি ইঞ্জিন।

বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে আগুনে সাপের কী হলো তা এখনও জানা যায়নি। তবে ওই ব্যক্তির ৭ কোটি টাকার বাড়িটি এখন ধ্বংসস্তূপ। পোড়া বাড়ির সেই ছবি ও মালিকের কীর্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।