ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

খাট রাখার জায়গা নেই, ফ্ল্যাটের ভাড়া ৬৮ হাজার!

অফবিট ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
খাট রাখার জায়গা নেই, ফ্ল্যাটের ভাড়া ৬৮ হাজার! প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের একটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সেখানে জমির দাম ও বাড়ি ভাড়া আকাশছোঁয়া।

এ কারণে সেখানে ছোট্ট ঘরেই থাকেন মধ্যবিত্তরাও।  

নিউ ইয়র্ক শহরে তেমন ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মাত্র ৬৬ স্কয়ার ফিটের ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার ৬২৫ টাকা (৮০০ মার্কিন ডলার)।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছোট্ট ওই ফ্ল্যাটের ভাড়া এত হলেও সেখানে নেই কোনো বাথরুম। তবে ফ্ল্যাটের দরজার ঠিক সামনেই একটি কমন বাথরুম রয়েছে। একটা খাটও প্রবেশ করানোর সুযোগ নেই। সেখানেই দিব্বি থাকছেন বাসিন্দারা।  

নিউ ইয়র্কের এক ব্যক্তি ওই ছোট্ট ফ্ল্যাটের ভিডিও শেয়ার করেছেন। ফ্ল্যাটটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, এত ছোট জায়গায় মানুষ দিনের পর দিন থাকতে পারে?

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।