ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

অলিম্পিকের প্রথম স্বর্ণ মার্কিন ভার্জিনিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
অলিম্পিকের প্রথম স্বর্ণ মার্কিন ভার্জিনিয়ার ছবি:সংগৃহীত

ঢাকা: ‍রিও অলিম্পিকে প্রথম স্বর্ণের দেখা পেল যুক্তরাষ্ট্র। ১০ মিটার এয়ার রাইফেলে সবাইকে চমকে দিয়ে সোনা জেতেন দেশটির তরুণী ভার্জিনিয়া থ্রাশার।

শনিবার মেয়েদের ফাইনাল রাউন্ডে অলিম্পিক উইমেন রেকর্ড ২০৮ স্কোর গড়ে সোনা জেতেন ১৯ বছর বয়সী ভার্জিনিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুই চীনা পেয়েছেন রুপা ও ব্রোঞ্জ।

এথেন্স অলিম্পিকে সোনা জেতা দু লি’কে এবার রুপা পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর গত লন্ডন অলিম্পিকে সোনা জেতা ই সিলিং তৃতীয় হয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

আন্তর্জাতিক অঙ্গনে ভার্জিনিয়ার এটি প্রথম কোনো স্বর্ণ জয়। অথচ এর আগে কোলিফাইংয়ে তিনি ষষ্ঠ হয়েছেন। কিন্তু মূল পর্বেই বাজিমাত করলেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ