ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

সাঁতারে বিশ্বরেকর্ড হোসসুর, ভারোত্তোলেনে স্বর্ণ তানাসানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সাঁতারে বিশ্বরেকর্ড হোসসুর, ভারোত্তোলেনে স্বর্ণ তানাসানের কাতিনকা হোসসু-ছবি:সংগৃহীত

ঢাকা: হাঙ্গেরির কাতিনকা হোসসু রিও অলিম্পিকের সুইমিংপুলে ঝড় তুললেন। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ‘লৌহ মানবী’ খ্যাত এ তারকা বাকিদের পাত্তা না দিয়ে গড়েন বিশ্ব রেকর্ড।

৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড সময় নিয়ে তিনি স্বর্ণ জিতেছেন।

হোসসুর নিজের চতুর্থ অলিম্পিকে এসে সোনার দেখা পেলেন। যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ পদক জেতা স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়ার সময় লেগেছে ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।

লন্ডনে ২০১২ অলিম্পিকে আগের বিশ্ব রেকর্ড (৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড) গড়েছিলেন চীনের ইয়ে শিয়েন। সেবার চতুর্থ হয়েছিলেন হোসসু।

এদিকে রিও অলিম্পিকে ভারোত্তোলনের প্রথম সোনা জিতেছেন থাইল্যান্ডের সোপিতা তানাসান। মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে সবচেয়ে বেশি ওজন তুলেছেন তিনি।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০০ কেজি ওজন তুলেছেন তানাসান। অলিম্পিক ভারোত্তোলনে সব মিলিয়ে চতুর্থ থাই নারী হিসেবে সোনা জিতলেন তিনি। আর মোট ১৯২ কোজি তুলে রৌপ্য পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার শ্রি ওয়াহিউনি আগুস্তিয়ানি। ব্রোঞ্জ জাপানের হিরোমি মিয়াকির (১৮৮ কেজি)।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ