ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

কসোভোর প্রথম অলিম্পিকেই কেলমেন্দির ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
কসোভোর প্রথম অলিম্পিকেই কেলমেন্দির ইতিহাস মাইলিন্দা কেলমন্দি-ছবি:সংগৃহীত

ঢাকা: ‍অলিম্পিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করেছে কসোভো। রিও গেমসে জুডোতে দেশকে স্বর্ণ এনে দেন মাইলিন্দা কেলমন্দি।

মেয়েদের ৫২ কেজির ওজনশ্রেণীতে ইতালির ওদেত্তে জুফ্রেইদাকে ১ পয়েন্টের ব্যবধানে হারান কেলমেন্দি। আর সেই সঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো কসোভোর জাতীয় সংঙ্গীত বেজে ওঠে।

২০০৮ সালে সার্বিয়া থেকে বিছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে কসোভো। তবে অলিম্পিকে দেশটি সদস্যপদ পায় ২০১৪ সালে। আর ২০১২ লন্ডন অলিম্পিকে এই কেলমেন্দি আলবেনিয়ার হয়ে সুযোগ নেন। তবে সেবার শুরুর দিকে বিদায় নিতে হয় তাকে।

এর আগে দুইবার বিশ্ব চ্যাম্পিয়নসশিপে স্বর্ণ জেতেন কেলমেন্দি। যেখানে উদ্বোধনীর দিন তার হাতেই ছিল কসোভোর পতাকা। আর এবার সোনা জিতে গড়লেন ইতিহাস।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ