ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

অলিম্পিক রেকর্ড গড়ে মারফির স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
অলিম্পিক রেকর্ড গড়ে মারফির স্বর্ণ জয় রায়ান মারফি -ছবি:সংগৃহীত

ঢাকা: বরাবরের মতো ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখলো যুক্তরাষ্ট্র। এবার রিও অলিম্পিকে দেশটির সাঁতারু রায়ান মারফি অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

এ নিয়ে টানা ষষ্ঠ অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ড ধরে রাখলো মার্কিনিরা।

 

৫১.৯৭ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের নতুন রেকর্ডটি গড়েন মারফি। এর আগে ২০০৯ সালে এই রেকর্ডটির মালিক হয়েছিলেন স্বদেশি অ্যারন পিয়ারসলে।

 

চীনের শু জিয়াইয়ু ৫২.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপা আর যুক্তরাষ্ট্রের ডেভিড প্লামার ৫২.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ