ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

দক্ষিণ কোরিয়ান চ্যাংয়ের দ্বিতীয় স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
দক্ষিণ কোরিয়ান চ্যাংয়ের দ্বিতীয় স্বর্ণ ছবি: সংগৃহীত

ঢাকা: মেয়েদের ব্যক্তিগত ‍আর্চারিতে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার চ্যাং হে-জিন। রিও অলিম্পিকের এই ইভেন্টটির ফাইনালে জার্মানির লিসা উনরুহকে ৬-২ পয়েন্টে হারান তিনি।

২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন স্বদেশী কি বো-বাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন চ্যাং। এই ইভেন্টটিতে গত ৯টি আসরের মধ্যে আটবারই সেরার আসনে বসলো দক্ষিণ কোরিয়া।

রিওতে নিজের দ্বিতীয় স্বর্ণ গলায় ঝুলিয়েছেন চ্যাং। এর আগে কি ও চুই-মিসুনের সঙ্গে মেয়েদের দলীয় ইভেন্টে প্রথম স্বর্ণ জেতেন ২৯ বছর বয়সী এ আর্চার (তিরন্দাজ)।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ