ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

স্বর্ণ জিতেই বিদায় মহাতারকা ফেলপসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
স্বর্ণ জিতেই বিদায় মহাতারকা ফেলপসের মাইকেল ফেলপস-ছবি:সংগৃহীত

ঢাকা: স্বর্ণ দিয়ে উদযাপন করেই বিদায় নিলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। দলগত ইভেন্টে ৪০০ মিটার রিলেতে যুক্তরাজ্যকে হারিয়ে শেষ পর্যন্ত সেরা হয়েছে ফেলপসের দেশ যুক্তরাষ্ট্র।

এ নিয়ে অলিম্পিকের ইতিহাসে রেকর্ড ২৩তম স্বর্ণ জিতলেন এ মহাতারকা।

এদিন তৃতীয় ল্যাপে পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তবে ফেলপস নেমেই দলকে এগিয়ে দেন। পরে শেষ সতীর্থ নাথান অ্যাড্রিয়ান জয় দিয়ে শেষ করেন।

এবারের রিও অলিম্পিকে ৩১ বছর বয়সী ফেলপস দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় স্বর্ণ জিতেছেন। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।

শুধুমাত্র গতকাল নিজের ‘প্রিয়’ ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইতেই পারেননি ফেলপস, রুপা জিতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে সেই আক্ষেপ আজ ঘোচালেন দলগত সোনার পদক দিয়ে।

রিও অলিম্পিকের পর ক্যারিয়ার টেনে নেবেন না বলে আগেই জানিয়েছিলেন ফেলপস। মহাতারকার বিদায়টা তাই হাসিমুখেই শেষ হলো।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ